শম্ভুনাথ সেনঃ
বীরভূম জেলা বিজেপির ডাকে মুরারই ১ নম্বর ব্লকের ক্যাসতারা মাঠে ৯ এপ্রিল সৌজন্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন বিকেলে প্রকাশ্য জনসভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী। এই জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্র, রাজ্য নেতৃত্ব সহ জেলা কমিটির বহু সদস্য। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেত্রী মাফুজা খাতুন, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপির রাজ্য সহ-সভাপতি শ্যামাপদ মন্ডল, বীরভূম বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা, জেলার একমাত্র বিজেপি বিধায়ক অনুপকুমার সাহা, রাজ্য কিষান মোর্চার সভাপতি মহাদেব সরকার সম্পাদক অরুণ সরকার, জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি আব্দুল লতিফ প্রমুখ। বিজেপির কর্মী সমর্থক ছাড়াও এই জনসভায় অন্তত দশ হাজার সাধারণ মানুষ এদিন উপস্থিত ছিলেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়। মুসলিম ধর্মাবলম্বী মানুষজনদের নিয়ে জনসভার শেষে অনুষ্ঠিত হয় ইফতার সম্মেলন। বেশ কিছু মানুষ এদিন বিজেপিতে যোগদান করেন। তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি বক্তব্যে আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে সরানোর ডাক দেন। তিনি জানান ২০১৮ মতো পঞ্চায়েত নির্বাচন এবার আমরা হতে দেব না। আমরা সব রকমের সাহায্য করবো, তবে বুথ রক্ষা করতে হবে আপনাদের। পঞ্চায়েতে এবার পদ্ম আসবে বলে তিনি দাবি করেন। মহিলাদের উদ্দেশ্যে বলেন, “আপনারা ত্রিশূল হাতে রেডি থাকবেন”। এদিন তৃণমূল সরকারকে কটাক্ষ করে বলেন রাজ্যটা চোরে ভরে গেছে, চোর ধরো জেল ভরো। মোদি সরকারের স্বপক্ষে বলেন এরাজ্যেও চাই ডবল ইঞ্জিন সরকার। বিজেপির সেই পুরনো স্লোগান তুলে বলেন “সবকা সাথ, সবকা বিকাশ”! মোদির হাত শক্ত করার তিনি আহ্বান জানান।
ছবি ও ভিডিও: দিপু মিঞা, মুরারই: বীরভূম