
দীপককুমার দাসঃ

আজ বৃহস্পতিবার মহঃ বাজার ব্লক চত্বরে আয়োজন করা হয়েছিল দুয়ারে সরকার সুবিধাপ্রদানের মেগা ক্যাম্প। আর এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই পাঁচ জন উপভোক্তাকে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে ঋণ প্রদান করা হলো। জেলা শাসক বিধান রায় জানান, ক্ষুদ্র ও অতিক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসার উন্নতি ও স্বনির্ভর করার লক্ষ্যে এবারের ষষ্ঠ পর্যায়ের দুয়ারে সরকারে এবারে নতুন সংযোজন বিধবা ভাতা, মেধাশ্রী, বাংলা কৃষি সেচ যোজনা (মাইক্রো) এর পাশাপাশি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প। আজ এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে পাঁচজন উপভোক্তাকে আজ এই ঋণ প্রদান করা হলো। সম্ভবতঃ এই রাজ্যের মধ্যে প্রথম ব্লক হিসেবে মহঃ বাজার ব্লক থেকে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে আজ ঋণ প্রদান করা হলো। এখনো পর্যন্ত এই প্রকল্পে বীরভূম জেলায় প্রায় ৩৫০০আবেদন জমা পড়েছে। বৃহস্পতিবার মহঃ বাজার ব্লকে দুয়ারে সরকার সুবিধাপ্রদানের মেগা ক্যাম্পে উপস্থিত ছিলেন জেলা শাসক বিধান রায়, অতিরিক্ত জেলা শাসক কৌশিক সিনহা, বিধায়ক নীলাবতী সাহা, সদর মহকুমা শাসক অনিন্দ্য সরকার, মহঃ বাজার ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিষেক মিশ্র ও প্রশাসনের আধিকারিকরা। এদিন ৩৩টি প্রকল্পে উপভোক্তাদের পরিষেবা প্রদান করা হয়। ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত বুথে বুথে হওয়া দুয়ারে সরকার ক্যাম্পে যারা আবেদন করেছিলেন, তাদের আবেদন ও যোগ্যতা বিচার করে পরিষেবা ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। জেলা শাসক বিধান রায় জানান, এর আগে প্রথম থেকে পঞ্চম পর্যায় পর্যন্ত দুয়ারে সরকারে বীরভূম জেলায় মোট ২৭লক্ষ ৮৬হাজার আবেদন জমা পড়েছিল। আবেদনগুলি খতিয়ে দেখে মোট ২২লক্ষ জনকে পরিষেবা দেওয়া সম্ভব হয়েছে। এবার ষষ্ঠ পর্যায়ের দুয়ারে সরকারে ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত ১লক্ষ ৩৯হাজার আবেদন জমা পড়েছে। এবারে ক্ষুদ্র ও অতিক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে আবেদন নেওয়া হচ্ছে। এই প্রকল্পে উপভোক্তাদের ব্যবসায় উন্নতি ও স্বনির্ভর করার জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। এই প্রকল্পে ৮৫শতাংশ ট্রাম লোন দেওয়া হবে। দশ শতাংশ সাবসিডি দেবে রাজ্য সরকার। বাংলা কৃষি সেচ যোজনায় এক উপভোক্তাকে স্প্রিং লার্ক প্রদান করা হয়। মেধাশ্রী প্রকল্পে অনগ্রসর শ্রেনীর পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের উৎসাহিত করতে মেধাশ্রী ভাতা প্রদান করা হয়। এছাড়া বিধবা ভাতা সহ বিভিন্ন প্রকল্পে পরিষেবা প্রদান করা হয়। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বুথে বুথে উপভোক্তাদের এই পরিষেবা প্রদান করা হবে।