সন্তোষ পালঃ
আজ নীল ষষ্টী। দুই দিন ব্যাপী শুরু হলো খগেশ্বরের মেলা। দুবরাজপুর ব্লকের বালিজুড়ি ও মঙ্গলপুর গ্রামের মধ্যবর্তী স্থানে শিবের গাজন উৎসব উপলক্ষ্যে খগেশ্বর শিব মন্দিরে সূর্যোদয়ের সময় থেকে শুরু হয়েছে হোম যজ্ঞ। এই হোম যজ্ঞের স্থিতি কাল হল সূর্যাস্ত পর্যন্ত। রাজা খগাদিত্য প্রায় পাঁচ শত বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা করেন। সকাল থেকেই বহু পুণ্যার্থী পুজো দিচ্ছেন। বহু ভক্ত তেলের মারুলী দিচ্ছেন। কেউ বা প্রদীপ জ্বেলে পুজো দিচ্ছেন। সারারাত ধরে বহু পুণ্যার্থী তেলের প্রদীপ জ্বালিয়ে রাখেন। কথিত এই প্রদীপের তেল শরীরের ব্যথা বা ক্ষতের উপসমে মহৌষধির মত কাজ করে। মন্দিরের সেবাইত সমীর ব্যানার্জীসহ অন্যান্যরা জানান সারাদিন ব্যাপী হোমযজ্ঞ চলবে। সন্ধ্যা আরতির পর ভক্তদের সেবার ব্যবস্থা করা হয়েছে মন্দিরে কমিটির পক্ষ থেকে।