বীরভূমের সিউড়িতে বিজেপির জনসম্পর্ক সমাবেশে মূল বক্তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

শম্ভুনাথ সেনঃ

সুচি অনুযায়ী বিজেপির জনসম্পর্ক সমাবেশে আজ ১৪ এপ্রিল বীরভূমে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বীরভূমের সিউড়ি বেনীমাধব হাইস্কুলের মাঠে এই প্রকাশ্য জনসভার আয়োজন করা হয়। এদিন তিনি চাঁদমারি ময়দানে হেলিকপ্টারে নামেন। সেখান থেকে প্রথমেই যান তথ্য ও সংস্কৃতি দপ্তর সংলগ্ন সিধু-কানু বিরসা মুন্ডার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানান বি আর আম্বেদকারের প্রতিকৃতিতেও। পরে অংশ নেন জনসভায়।বীরভূমের সভা থেকে ২০২৪ এ মমতা সরকারকে উৎখাতের হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। লোকসভা নির্বাচনে বাংলা থেকে ৩৫ টি আসন চাইলেন তিনি৷ বাংলায় হিংসামুক্ত রাজনীতি, দুর্নীতিমুক্ত সরকার ও ভয় মুক্ত বাংলার জন্য বিজেপি সরকার গড়ার আহ্বান জানান অমিত শাহ৷ এদিন সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিক, শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহা, জেলার একমাত্র বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা প্রমুখ। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই অমিত শাহ বলেন, “বাংলার নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা বাংলার জনগনকে। বগটুয়ে মৃতদের প্রতি শ্রদ্ধা জানাই।” তারপরই মমতা সরকারকে আক্রমণ করে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, “দিদির দাদাগিরির সামনে কাজ করছে আমাদের নেতা শুভেন্দু অধিকারী। দিদির ভ্রষ্টাচারের বিরুদ্ধে কাজ করছে। দেখছেন তো এখানকার নেতা অনুব্রত মণ্ডলকে জেলে যেতে হয়েছে।” তিনি আরও বলেন, ২০২৪ এর নির্বাচনে ৩৫ টি আসন দিয়ে বিজেপিকে দিন। মোদিজীকে আবার প্রধানমন্ত্রী বানান। দিদি আর ভাইপোর জুলুম বন্ধের একমাত্র রাস্তা ভারতীয় জনতা পার্টি। ২০২৫ এর আগে মমতা সরকার পরে যাবে৷ বাংলায় কমল (পদ্ম) ফুটবে। বাংলায় কি অনুপ্রবেশ চান? যা রুখতে একমাত্র রাস্তা বিজেপি।” বক্তব্য শেষ করার আগে অমিত শাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমি গ্যারান্টি দিচ্ছি মমতা দিদির হিটলারী শাসন চলতে দেব না। আমি বীরভূমে বলে যাচ্ছি পরের বার বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী হবে৷ বিজেপি সরকার গড়বে৷ ৩৫ টি আসন জিতিয়ে মোদিকে আবার প্রধানমন্ত্রী বানান। এদিন দুর্নীতিপরায়ণ তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিলেন বিজেপির চাণক্য অমিত শাহ। জনসভা শেষে বিজেপির দলীয় কার্যালয় শ্যামাপ্রসাদ ভবনের তিনি উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *