অতিরিক্ত তাপপ্রবাহের দরুণ আগামী সোমবার থেকে শনিবার পর্যন্ত স্কুল-কলেজ-ইউনির্ভাসিটিতে অস্থায়ী ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ

এই মূহুর্তে উত্তরবঙ্গ বাদ দিয়ে পশ্চিমবঙ্গের বেশির ভাগ জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে অতিরিক্ত হয়ে পড়েছে। কোনো কোনো এলাকায় ৪০ ডিগ্রী অতিক্রম করে গেছে। আবহাওয়া অফিস থেকেও কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে যে, সোমবার থেকে আগামী পাঁচ দিন ধরে তীব্র তাপপ্রবাহ হতে পারে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলগুলিতে গরমের ছুটি পূর্বেই ১৫ দিন এগিয়ে ২ মে থেকে চালু করার নির্দেশিকা দিয়েছিলেন। আজ রবিবার ১৬ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বিশেষ ছুটি ঘোষণা করলেন। আবহাওয়া দপ্তরের সর্তকতা অনুযায়ী সামনের সাতদিন প্রচণ্ড দাবদাহ থাকার দরুন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অস্থায়ীভাবে ১৭ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য রাজ্যের সমস্ত সরকারী-বেসরকারী স্কুল-কলেজ-ইউনিভার্সিটিগুলিতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বিশেষ ছুটি ঘোষণা করলেন। সমস্ত বেসরকারী স্কুলগুলিকে তিনি অনুরোধ করেছেন তারাও যেন এই ছুটি ঘোষণা করেন। এবং সিলেবাস শেষ করার জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন। তাঁর এই সিদ্ধান্তের পর বিকাশ ভবনের পক্ষ থেকে আজ রবিবার ১৬ এপ্রিল এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ১৭ এপ্রিল থেকে রাজ্যে তাপপ্রবাহের কারণে সমস্ত সরকারি-বেসরকারি ও কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত স্কুল বন্ধ থাকার বিজ্ঞপ্তি দেওয়া হয়। আপাতত এক সপ্তাহের জন্য ছুটি থাকবে এবং এও জানানো হয়েছে পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত সব স্কুল বন্ধ থাকবে। স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদেরও ছুটি থাকবে বলে ঘোষণা করা হয়। এবং স্কুল খোলার পর অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করতে হবে শিক্ষার্থীদের স্বার্থে। বিকাশ ভবনের পক্ষ থেকে এই একই নির্দেশিকা রাজ্যের সমস্ত সরকারি, বেসরকারি এবং কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে জারি থাকবে পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত। তবে দার্জিলিং ও কালিম্পঙের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খোলা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *