শম্ভুনাথ সেনঃ
নববর্ষ মানে বাঙালির কাছে এক আলাদা আনন্দ। শুরু হলো বাংলা নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দের পথচলা। বীরভূমের তীর্থক্ষেত্র তারাপীঠে মাতারা’কে কেন্দ্র করে বর্ষবরণ উৎসবে মেতে ওঠেন স্থানীয় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষজন। দূর-দূরান্ত থেকেও এসেছেন বহু ভক্ত-পূণ্যার্থীরা। ব্যবসায়ীরা এদিন তারামায়ের কাছে পুজো-পাঠের মধ্য দিয়ে হালখাতার সূচনা করেন। তারামায়ের কপালের সিঁদুর দিয়েই খাতার প্রথম পাতায় এঁকে দেওয়া হয় “স্বস্তিক চিহ্ন”। সাধারণ সংসারী মানুষজন মনস্কামনা পুরণের উদ্দেশ্যেই এদিন তারামা’কে পুজো দেন। তীব্র দাবদাহ সত্বেও তারা মায়ের কাছে আশীর্বাদ নিতে এদিন সকাল থেকেই তারাপীঠে বহু ভক্ত পুণ্যার্থীর ভিড়! প্রতিক্রিয়া জানিয়েছেন তারামাতা সেবায়ের সংঘের সভাপতি তারাময় মুখোপাধ্যায়—!