জলের জন্য বিক্ষোভ পুরাতন গ্রামে

দীপককুমার দাসঃ

প্রচন্ড তাপপ্রবাহ জেলা জুড়ে। তাপমাত্রা ছুঁয়েছে ৪৩ডিগ্রি। জলস্তর নেমে গিয়েছে বহু জায়গায়। ফলে জল নিয়ে সমস্যা শুরু হয়েছে বহু জায়গায়। বৃহস্পতিবার জলের দাবীতে বিক্ষোভ দেখালেন মহঃ বাজার ব্লকের পুরাতন গ্রামের তেঁতুলবেড়িয়া গ্রামের বাসিন্দারা।পুরাতন গ্রাম জল ট্যাঙ্কের সামনে বিক্ষোভে সামিল হন তেঁতুলবেড়িয়া গ্রামের বাসিন্দারা। এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন মহঃ বাজার ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক সোমনাথ ঘোষ, সন্তোষ বিত্তার, বিপদতারণ বাগ্দী, বাবন পাল, দিনু বাগ্দী, সুদীপ বিত্তার। তারা জানান দীর্ঘদিন ধরে জলপ্রকল্পের কাজ ধীর গতিতে চলছে। ফলে জলসঙ্কটে পড়েছেন এলাকার বাসিন্দারা। জলপ্রকল্পের কাজ দ্রূত শেষ করার দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি। ডেপুটেশন দেওয়া হয় মহঃ বাজার ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *