সেখ রিয়াজুদ্দিনঃ
বিভিন্ন ইস্যুতে কেন্দ্র রাজ্য সংঘাত দীর্ঘদিন ধরে চলছে।রাজ্যের দাবি কেন্দ্র সরকার ১০০ দিনের টাকা সহ বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে। এনিয়ে রাজ্যের শাসক দল আন্দোলনে রাস্তায় নামে। এবার নলহাটি ১নম্বর ব্লকের পাইকপাড়া পঞ্চায়েতের পাইকপাড়া গ্রামে শ্রমিকদের কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগে আন্দোলনের পথে নামল বামফ্রন্ট কংগ্রেস জোট। জানা যায় প্রায় দু বছর আগে পঞ্চায়েতের নির্দেশানুযায়ী শ্রমিকরা কাজ করলে ও এখনো পর্যন্ত তাদের পারিশ্রমিক প্রদান করা হয়নি। এমনকি এখনো পর্যন্ত পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো মাস্টাররোল পর্যন্ত তৈরি করেনি বলে শ্রমিকদের অভিযোগ। অবিলম্বে পঞ্চায়েতের প্রধান কে তাদের কাজের পারিশ্রমিক দিতে হবে, এই দাবীতে বৃহস্পতিবার পঞ্চায়েত প্রধানের নিকট ডেপুটেশন প্রদান করা হয় বামফ্রন্ট কংগ্রেস জোটের পক্ষ থেকে। এদিন বিক্ষোভ ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআইএম নলহাটি এরিয়া কমিটির সম্পাদক প্রশান্ত লেট, এরিয়া কমিটির সদস্য গোরাচাঁদ গুপ্ত, বীরভূম জেলা ডিওয়াইএফ আই এর সম্পাদক আকবর আলি ও অন্যান্য নেতৃবৃন্দ ।