নয়াপ্রজন্ম প্রতিবেদন
১৩ এপ্রিল খুজুটিপাড়া চণ্ডীদাস মহাবিদ্যালয়ের বাংলা বিভাগ দ্বারা আয়োজিত ‘বীরভূমের লোকসংস্কৃতি : ছড়া ও গান’ শীর্ষক আলোচনা সভায় বক্তা হিসেবে আমন্ত্রিত ছিলেন বিশিষ্ট লোককবি ও লোকশিল্পী শ্রী গণপতি ঘোষ। সুন্দর বক্তব্য ও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বীরভূমে প্রচলিত ভাদু বোলান পাঁচালী বাউল ফকির গান ও ছড়ার বিষয় বৈচিত্র্য ও আঙ্গিকের দিকগুলি তুলে ধরেন। বর্তমান প্রযুক্তির যুগে লোকসংস্কৃতি চর্চার প্রতি মানুষের যে অনীহা – সে আক্ষেপের সুরও তাঁর বক্তব্যে উঠে এসেছে। উপস্থিত ছাত্রছাত্রী শিক্ষক-শিক্ষিকারা তাঁর বক্তব্যে বিশেষ সমৃদ্ধ হয়েছেন। কলেজের অধ্যক্ষ ড: শেখ আতাউর রহমান গণপতি বাবুকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে ছাত্রছাত্রীরা লোকসংস্কৃতি চর্চার প্রতি বিশেষ আগ্রহ দেখাবে বলে আশা প্রকাশ করেছেন।