
শম্ভুনাথ সেনঃ

দুয়ারে সরকারের সুবিধা প্রদান কর্মসূচি ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচির বাস্তব রূপায়ণে আজ ২৬ এপ্রিল বীরভূমের ইলামবাজার ব্লকের নীলডাঙ্গা লাইব্রেরী মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় এই দুয়ারে সরকার কর্মসূচির সুবিধা প্রদান অনুষ্ঠান। নবান্ন থেকে উদ্বোধন সাথে সাথে ইলামবাজার ব্লকের বিডিও শেখ জসীমউদ্দীন এদিন প্রাপকদের হাতে জমির পাট্টা, কৃষক বন্ধু, খাদ্যসাথী, কাস্ট সার্টিফিকেট সহ একাধিক প্রকল্পের সুবিধা প্রদান করেন। মঞ্চে উপস্থিত ছিলেন ইলামবাজার বিডিও শেখ জসিমউদ্দিন, পঞ্চায়েত সমিতির সভাপতি রবি মুর্মু, ইলামবাজার থানার ওসি তন্ময় ঘোষ, ব্লক ভূমি সংস্কার আধিকারিক, ইলামবাজার ব্লক সহ কৃষি অধিকর্তা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই কর্মসূচি সম্পর্কে বিডিও জসিমউদ্দিন সাংবাদিকদের সামনে নানা তথ্য তুলে ধরেন।

দুয়ারে সরকার কর্মসূচির বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য সাধারণ মানুষ আবেদনক্রমে আজ উপভোক্তাদের হাতে সেই পরিষেবা তুলে দেন বীরভূমের মুরারই এক নম্বরের বিডিও মিঠুন বিশ্বাস।
বীরভূমের মুরারই দু’নম্বর ব্লকের দুয়ারে সরকার কর্মসূচি প্রকল্পের অন্তত ৩০০ জন উপভোক্তাদের হাতে পরিষেবা তুলে দেন মুরারই দু’নম্বরের বিডিও নাজির হোসেন। বিডিও নাজির হোসেনের সামনে এক উপভোক্তা জানিয়েছেন তার প্রতিক্রিয়া ।
ছবি: দিপু মিঞা মুরারই, বীরভূম।