বীরভূমের হেতমপুরে কেন্দ্রীয় সংস্থার উদ্যোগে অ্যাম্বুলেন্স পরিষেবা উদ্বোধন হল

শম্ভুনাথ সেনঃ

গ্রামীন এলাকায় স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে বীরভূমের দুবরাজপুর বিধানসভা এলাকার হেতমপুরে আজ ২৫ এপ্রিল একটি অ্যাম্বুলেন্স পরিষেবা উদ্বোধন হল। কর্পোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটির (CSR) উদ্যোগে, ন্যাশনাল বিল্ডিং কন্সট্রাকশন কর্পোরেশন লিমিটেড (NBCC) (A GOVERNMENT OF INDIA ENTERPRISE) তাদের আর্থিক সহায়তায় এই অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান করে। বীরভূমের হেতমপুর “ইউথ হেলথ এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটি” নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে এদিন এই অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেওয়া হয়। তাদের পরিচালনা এবং রক্ষণাবেক্ষণে দুবরাজপুর বিধানসভা এলাকার প্রান্তিক মানুষজন এই অ্যাম্বুলেন্স পরিষেবা পাবেন একথা জানিয়েছেন স্থানীয় দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপকুমার সাহা। এদিন এই অ্যম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করেন এই কেন্দ্রীয় এন.বি.সি.সি সংস্থার ডিরেক্টর অসীম মিশ্র। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট সমাজসেবী ধ্রুব সাহা, বিধায়ক অনুপ কুমার সাহা সহ স্বেচ্ছাসেবী সংস্থার সেক্রেটারি ডাঃ অভিজিৎ সেন সভাপতি অভিজিৎ দাস প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় দর্শকদের উপস্থিতি ছিল নজর কারা। এই ইমারজেন্সি স্বাস্থ্য পরিষেবার জন্য অ্যাম্বুলেন্স পেয়ে দীর্ঘদিনের দাবি পূরণ হল বলে জানিয়েছেন গ্রামের বিশিষ্ট সমাজসেবক হিরন্ময় বিশ্বাস। স্থানীয় বিধায়কের তৎপরতায় এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *