শম্ভুনাথ সেনঃ
ব্যানারে তান্ত্রিক সাধু ভুবন বাবাজির ছবি। বিজেপির এই শ্রদ্ধাঞ্জলি যাত্রায় বিজেপির কোনো পতাকা নেই। আজ ২৭ এপ্রিল, বৃহস্পতিবার বিকালে বীরভূমের সিউড়ি ২ নং ব্লকের অন্তর্গত পুরন্দরপুরে এক শ্রদ্ধাঞ্জলি পদযাত্রার আয়োজন করা হয়। নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, বেহিরা নিম্ববাসিনী কালী মন্দিরের সাধু ভুবন বাবার অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদেই এই বিশাল শোভযাত্রা অনুষ্ঠিত হয়। গত ২৩ এপ্রিল ওই কালীমন্দির প্রাঙ্গণ এলাকায় সকালবেলা ঝুলন্ত অবস্থায় ভুবন সাধুবাবার দেহ উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এই ভুবন সাধু ক’বছর ধরেই স্থানীয় মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। এই সাধুকে খুন করা হয়েছে বলে এলাকার মানুষের অভিযোগ। পশ্চিমবাংলায় তৃণমূলের তালিবানি শাসন চলছে। এরই প্রতিবাদে শুভেন্দু অধিকারীর এই পদযাত্রায় অংশগ্রহণ বলে জেলা বিজেপির পক্ষ থেকে জানানো হয়। এই শ্রদ্ধাঞ্জলি পদযাত্রায় বহু মানুষ অংশ গ্রহণ করেন। মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ত্ররা এদিন পদযাত্রায় সামিল হন। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা, প্রাক্তন জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল, দুধকুমার মন্ডল, রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় প্রমুখ দলীয় নেতৃত্ব এদিনের পদযাত্রার পুরোভাগে ছিলেন। পরে একটি খোলা মঞ্চে নীরবতা পালনের মধ্য দিয়ে ভুবন সাধুর আত্মার শান্তি কামনা করা হয়। সাধু সন্তরা এই অস্বাভাবিক মৃত্যুর জন্য সরকারি শাসন ব্যবস্থার নিন্দা করেন। পরিশেষে শুভেন্দু অধিকারী তুলে ধরেন তাঁর বক্তব্য। নানা কথার মাঝে তৃণমূল সরকারের অপদার্থতার তথ্য পরিসংখ্যান এবং আগামীদিনে পশ্চিমবাংলাকে শ্যামাপ্রসাদের স্বপ্নের পশ্চিমবঙ্গ গড়ে তোলার অঙ্গীকার করেন।