শম্ভুনাথ সেনঃ
স্কুল ফাঁকি দিয়ে কোপাই নদীতে স্নান করতে নেমে জলে তলীয় যায় দ্বাদশ শ্রেণীর পড়ুয়া যমজ ভাই৷ বীরভূমের বোলপুরের বাইপাসের বাসিন্দা সায়ক পাল ও সোহম পাল টেকনো ইণ্ডিয়া স্কুলের ছাত্র৷ ২৬ এপ্রিল দুপুরে শান্তিনিকেতন সংলগ্ন কোপাই নদীতে ৬ বন্ধু মিলে স্নান করতে যায়৷ তারপরই এই দুই ভাই জলে তলিয়ে যায়৷ পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জল থেকে মৃতদেহ উদ্ধার করে৷ ক্ষিপ্ত জনতা মৃতদের বন্ধুদের মারধর শুরু করে। উল্লেখ্য, এদিন সকালে স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় ৬ জন বন্ধু৷ বোলপুরের টেকনো ইণ্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র তারা। শান্তিনিকেতনের গোয়ালপাড়ার কাছে কোপাই নদীতে স্নান করতে নামে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গিয়েছে, প্রায় কয়েক ঘন্টা ধরে জলে স্নান করছিল, লাফালাফি করছিল৷ সেই সময় সায়ক পাল হঠাৎই জলে তলীয়ে যায়। তাকে বাঁচাতে জলে নেমে পড়ে তারই ভাই সোহম পাল। তারা দুজনেই তলীয়ে যায় জলে৷ খবর পেয়ে বোলপুর ও শান্তিনিকেতন থানার পুলিশ আসে ঘটনাস্থলে। স্থানীয় যুবকেরা জলে নেমে মৃতদেহ দুটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দেহ দুটি বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ক্ষিপ্ত জনতা মৃত দুই ভাইয়ের বন্ধুদের মারধর শুরু করে৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যপক উত্তেজনা ছড়ায়। পুলিশ কোনো রকমে উত্তেজিত মানুষজনের হাত থেকে ৪ ছাত্রকে উদ্ধার করে নিয়ে যায়৷ পরিবারের যমজ ভাইয়ের মৃত্যুতে স্বাভাবিক ভাবেই নামে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন নিহত সন্তানদের মা-বাবা ও আত্মীয় পরিজনেরা।