রেলের মালপত্র চুরির অভিযোগে বীরভূমের মুরারইতে এক রেলওয়ে ইঞ্জিনিয়ার এর বাড়িতে নোটিশ জারি করল রেল কর্তৃপক্ষ

শম্ভুনাথ সেনঃ

রেলের মাল চুরি করার দায়ে আজিমগঞ্জ শাখার রেলওয়ে সেকশন ইঞ্জিনিয়ার কেষ্ট মালের বিরুদ্ধে রেলওয়ে কর্তৃপক্ষ লালবাগ কোর্টে মামলা দায়ের করে। কিন্তু দীর্ঘদিন ধরে আদালতে আত্মসমর্পণ না করার অভিযোগে শেষ পর্যন্ত কেষ্ট মালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। উল্লেখ্য, এই কেষ্ট মালের বাড়ি বীরভূমের মুরারই থানার হাটতলা পাড়ায়। আদালতে আত্মসমর্পণ না করে লুকিয়ে বেড়ানোর অভিযোগে আজ রেল কর্তৃপক্ষ বীরভূমের মুরারই থানার সহযোগিতা নিয়ে ঢোল পিটিয়ে হুলিয়া জারি করে। আগামী ২৯ মে, ২০২৩ এর মধ্যে আদালতে আত্মসমর্পণ না করলে তার বাড়ি এবং অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।এই মর্মে মুরারই হাটতলা পাড়ায় কেষ্ট মালের বাড়িতে বিজ্ঞপ্তি জারি করা হয়। তার বাড়িতে এসে পরিবারবর্গের সঙ্গে কথা বলেন রেলওয়ে আরপিএফ আধিকারিক (ক্রাইম ব্রাঞ্চ) রজত রঞ্জন। তিনি এক সাক্ষাৎকারে সবিস্তারে নয়াপ্রজন্মকে জানিয়েছেন—–!

ছবি ও ভিডিও: দিপু মিঞা, মুরারই, বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *