ড. বি.আর. আম্বেদকার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিনা খরচে চিকিৎসা পরিষেবা শিবির বীরভূমের দুবরাজপুরে

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের ড. বি আর আম্বেদকার ওয়েলফেয়ার সোসাইটির আয়োজন ও ব্যবস্থাপনায় আজ দুবরাজপুর ধর্মশালায় একটি বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। এদিন চক্ষু পরীক্ষা, ব্লাড সুগার, ব্লাড প্রেসার সহ জেনারেল চিকিৎসা করেন ডাঃ স্বস্তিকা রায়, চক্ষু পরীক্ষক শোভন গিরি প্রমুখ।১৪৪ জন রোগীর এদিন স্বাস্থ্য পরীক্ষা করা হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে একথা জানিয়েছেন সোসাইটির সম্পাদক রতনচন্দ্র সাহা—-! বেশ কিছু দুঃস্থ মানুষকে এদিন বিনামূল্যে ঔষধও দেওয়া হয়। এই চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে এগিয়ে এসেছে পূর্ব বর্ধমানের একটি বেসরকারি সংস্থা “শরণ্যা মাল্টিস্পেশালিটি হাসপাতালের” চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। সেই সঙ্গে এদিন রোগীদের চিকিৎসা সম্পর্কীয় নানা পরামর্শ দেওয়া হয়। জটিল রোগগ্রস্ত রোগীরা যাতে “স্বাস্থ্য সাথী” কার্ডে হসপিটালে চিকিৎসা ও অপারেশন করার সুযোগ পায় তার ব্যবস্থা করা হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়। এদিন এই চিকিৎসা পরিষেবা পেয়ে এলাকার মানুষ খুশি ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *