সেখ রিয়াজুদ্দিনঃ
বুধবার সন্ধ্যা ৬-৩০ মিনিট নাগাদ সরাইঘাট এক্সপ্রেস ট্রেনে চড়ে তিন দিনের মালদহ জেলা সফরে যাওয়ার পথে বীরভূমের বোলপুর ও রামপুরহাট রেল স্টেশনে অপেক্ষা করে থাকা তৃণমূল নেতা কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং কিছু পরামর্শ ও নির্দেশ দেন। এদিন বোলপুর ১ নম্বর প্লাটফর্মে ট্রেন আসার আগেই ভিড় জমতে থাকে। অনুব্রত হীন বীরভূমের উপর দিয়ে মুখ্যমন্ত্রী ট্রেন যাত্রার সময় দলীয় নেতারা মুখ্যমন্ত্রীর প্রিয় বীরভূমের মুড়ি এবং চপ পৌঁছে দেন তার হাতে। ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে থেকে দলীয় নেতা কর্মীদের সাথে কথা বলেন। উল্লেখ্য অমর্ত্য সেনের বসত বাড়ির জায়গা সংক্রান্ত বিষয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাথে দ্বন্দ্ব তার প্রেক্ষিতে আগামী ৬ ও ৭ মে লাগাতার ধরণা কর্মসূচির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী দলীয় নেতা কর্মীদের। এছাড়াও আসন্ন পঞ্চায়েত ভোটকে সামনে রেখে গোষ্ঠী কোন্দল দূরীকরণের উপর জোর দেন। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির আহ্বায়ক তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা প্রমুখ নেতৃত্ব।