শম্ভুনাথ সেনঃ
প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে আজ ৪ এপ্রিল বীরভূমের মুরারই এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এক সচেতনতা শিবির। স্থানীয় ৬ টি স্কুলের মোট ৮৩ জন ছাত্র-ছাত্রী এই শিবিরে অংশগ্রহণ করে। সঙ্গে ছিলেন ৬ জন শিক্ষক। প্রাকৃতিক বিপর্যয় ঘটার আগে জরুরী পদক্ষেপ গ্রহণ এবং ঘটার পরে কি করনীয় সেই বিষয় নিয়েই মূলত ছাত্র-ছাত্রীদেরকে সচেতন করা হয়। এ তথ্য জানিয়েছেন মুরারই এক নম্বর ব্লকের বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক অজয় প্রসাদ। এদিন এই বিপর্যয় মোকাবিলা সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন ব্লকের স্থানীয় বিডিও মিঠুন বিশ্বাস, যুগ্ম ভিডিও জাগ্রত চৌধুরী প্রমুখ।
ছবি: দিপু মিঞা, মুরারই: বীরভূম