দীপককুমার দাসঃ
আগামী কাল ৯ মে থেকে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি বীরভূমে। এই নবজোয়ার কর্মসূচিতে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমে তার সফর শুরু করবেন নলহাটি লোহাপুর থেকে। আগামী কাল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে নলহাটি বাসষ্ট্যান্ড সংলগ্ন রবীন্দ্র নাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করবেন। এরপর মুরারই এর চাতরা স্কুল মাঠে জনসভা করবেন। তেজহাটিতে একটি বাড়িতে মধ্যাহ্ণ ভোজ সেরে মাড়গ্রামে রোড শো করবেন। সেখান থেকে ফিরে এসে সন্ধ্যায় তারাপীঠে পুজো দিয়ে চিলডাঙ্গার মাঠে তাঁবুতে রাত্রিবাস করবেন। সেখানে রামপুরহাট মহকুমার ভোটাভুটি হবে। আগামী বুধবার রামপুরহাট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাত্রা শুরু করে মল্লারপুরে পৌঁছে মল্লেশ্বর শিবমন্দিরে দেবেন। এরপর মহঃবাজার ইরিগেশন কলোনীতে মাঠে জনসভা করবেন। দুপুর খাওয়া দাওয়া করবেন ভারত চীন সীমান্তে শহীদ রাজেশ ওঁরাং এর বেলঘড়িয়া গ্রামের বাড়িতে। খাওয়া দাওয়া সেরে তিনি এসে পৌঁছাবেন কড়িধ্যা তেঁতুল তলা মোড়ে। সেখানে শোভাযাত্রা করবেন তিনি। এরপর পাথরচাপুড়ির দাতাবাবার মাজারে চাদর চড়াবেন। আদিবাসী মহিলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এরপর হেতমপুর পঞ্চায়েতের নিরাময় মাঠে জনসভা করবেন। এরপর যাবেন সিউড়ি ২নং ব্লকের পুরন্দরপুরে। সেখানেই রাত্রিবাস করবেন তিনি। সেখানে পঞ্চায়েতের নির্বাচনের প্রার্থী বাছাই এর ভোটাভুটি হবে। বৃহস্পতিবার সকালে ইলামবাজারের রামনগরে রোড শো করবেন। সতীপীঠ কঙ্কালীতলায় পুজো দেবেনে এরপর লাভপুরের ফুল্লরা তলায় পুজো দিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করবেন। তারপর লাভপুরে মেলার মাঠে জনসভা করবেন তিনি। সভা শেষে বোলপুরের সিয়ানে রাত্রিবাস করবেন।তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি ঘিরে তৃনমূল কর্মীদের মধ্যে যথেষ্ট উৎসাহ তৈরি হয়েছে।মোড়ে মোড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে তৈরি করা হচ্ছে তোরণ।ব্যানার লাগানো হচ্ছে রাস্তা জুড়ে।