জেলাজুড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন

সেখ রিয়াজুদ্দিনঃ

সারা বছর বাঙালি হিসেবে ইংরেজি ক্যালেন্ডার সূচী অনুযায়ী তারিখের কথা সচরাচর ব্যবহার করে থাকি কিন্তু বাংলা ক্যালেন্ডার অনুসারে ২৫ বৈশাখ তারিখ বা দিনটি পালন করা হয়ে থাকে বাঙালিয়ানা হিসেবে। অর্থাৎ আজ ২৫ বৈশাখ, বাঙালির গৌরবের দিন, আনন্দের দিন, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিন। তাই রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই রাজ্যের পাশাপাশি বীরভূম জেলা জুড়েও পালিত হচ্ছে রবীন্দ্রজয়ন্তী উৎসব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে সকাল থেকেই প্রভাতফেরী সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি যথাযোগ্য মর্যাদা সহকারে সরকারি বেসরকারি উদ্যোগে পালিত হয়। অনুরূপ জেলা প্রশাসনের সহায়তায় এবং টুমোরোজ ফাউন্ডেশন সংস্থার পরিচালনায় আনন্দ পাঠ নামক প্রকল্পের অধীনে রাজনগর ব্লকের চন্দ্রপুর ও ভবানীপুর অঞ্চলে পিছিয়ে পড়া প্রাথমিক স্তরের পড়ুয়াদের নিয়ে ২০ টি গ্রামে চলছে শিক্ষাদান। সেখানে পড়াশোনার পাশাপাশি নাচ, গান, অঙ্কন সহ বিভিন্ন ধরনের আনন্দ দানের মাধ্যমে পাঠদান করা হয়। সেইরূপ গুড়কাটা ও টাবাডুমরা আনন্দ পাঠ শিক্ষাকেন্দ্রে রবীন্দ্র দিবস উপলক্ষে কচিকাঁচাদের অনুষ্ঠান দেখতে উপস্থিত হয়েছিলেন এডিএম, জেলা পরিষদ কৌশিক সিনহা, রাজনগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভদ্বীপ পালিত, সংগঠনের প্রোগ্রাম ম্যানেজার দেবরাজ মুখার্জী সহ সংগঠনের অন্যান্য কর্মীবৃন্দ।

বীরভূমের মাধাইপুর পল্লীমঙ্গল বিদ্যালয়ে রবীন্দ্র জয়ন্তীতে রক্তদানের অনুষ্ঠান

শম্ভুনাথ সেনঃ

পঁচিশে বৈশাখ দিনটি আরো পাঁচটা দিনের থেকে আলাদা একটি দিন। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সারা বিশ্বজুড়ে দিনটি যথোচিত শ্রদ্ধায় পালিত হয়েছে। বীরভূমেও স্কুল কলেজ, রবীন্দ্রনাথের শান্তিনিকেতন সহ সরকারিভাবে সিউড়ি সিধুকানু মঞ্চে রবীন্দ্র জয়ন্তী উদযাপিত হয় সাড়ম্বরে। তবে রাজনগর ব্লকের মাধাইপুর পল্লীমঙ্গল বিদ্যালয়ে রবীন্দ্র জয়ন্তী অন্য ভাবনায় উদযাপিত হয়।এদিন কবি প্রণাম, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন হয় রক্তদান শিবিরের। গ্রীষ্ম এলেই ব্লাড ব্যাংক গুলিতে দেখা দেয় রক্ত সংকট। সেই ভাবনায় ক বছর ধরেই এই ২৫ শে বৈশাখ বিদ্যালয়ে রবীন্দ্র প্রণাম অনুষ্ঠানের পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করা হয় বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ কুমার চট্টোপাধ্যায়। এদিন শিক্ষক, শিক্ষাকর্মী সহ প্রাক্তন ছাত্র-ছাত্রী মিলিয়ে ৫৫ জন স্বেচ্ছায় রক্ত দান করেন।তাদের মধ্যে ৩ জন মহিলা। রক্ত দেন স্বয়ং প্রধান শিক্ষকও।রক্ত সংগ্রহ করে সিউড়ি সদর হাসপাতালের ব্লাড সেন্টার কর্তৃপক্ষ। এদিন এই রবীন্দ্রজয়ন্তী ও রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর ব্লকের বিডিও শুভদীপ পালিত, রাজনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বি এম ও এইচ তীর্থঙ্কর সিনহা সহ এলাকার শুভানুধ্যয়ী মানুষজন।

রাইপুরে রবীন্দ্র জয়ন্তী উদযাপন

সনাতন সৌঃ

সিউড়ি এক নম্বর ব্লকভুক্ত খটঙ্গা গ্রাম পঞ্চায়েতের রাইপুর গ্রামে মিলন মন্দির ক্লাবের উদ্যোগে বাসন্তী মঞ্চে ২৫ বৈশাখ সন্ধ্যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উদযাপিত হলো যথাযথ মর্যাদা সহকারে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কবি ভোলা ঘোষ। অনুষ্ঠানের প্রথমে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে কচি কাঁচা ছেলেমেয়েরা রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানিয়ে নাচে গানে কবিতা পাঠে অংশ নেয়। রবীন্দ্র বিষয়ে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।গ্রাম্য সুন্দর পরিবেশে এধরণের অনুষ্ঠান করার জন্য উপস্থিত দর্শকরা উদ্যোক্তাদের ধন্যবাদ জানায়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মিলন মন্দির ক্লাবের উদ্যোক্তা চিন্ময় কুমার সরকার।

দুবরাজপুরে কবিপ্রণাম

সন্তোষ পালঃ

উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে,চির নূতনেরে দিল ডাক পঁচিশে বৈশাখ —আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্ম দিন।এই উপলক্ষ্যে আজ সকালে দুবরাজপুর আনন্দধারা শিশু নিকেতনের পক্ষ থেকে কবিগুরুর জন্মদিন সাড়ম্বরে পালিত হলো।এদিন কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পাণ্ডে। পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রধান শিক্ষিকা সুপ্রিয়া গড়াই, বিশিষ্ট শিক্ষিকা ও সাহিত্যিক রীণা কবিরাজ, বিশিষ্ট সাহিত্যিক মধুমিতা সরকার, শিক্ষানুরাগী রমেন চৌধুরী বিদ্যালয়ের সম্পাদক তরুণ গড়াইসহ অন্যান্যরা। উপস্থিত অতিথিবৃন্দ কবিগুরুর প্রতি স্মৃতি চারণ করেন। বিদ্যালয়ের পড়ুয়ারা এবং শিক্ষক শিক্ষিকাগণ কবিতায় সঙ্গীতে কবিগুরুকে শ্রদ্ধা জানান। সবশেষে বিদ্যালয়ের কচিকাঁচারা ঋতুরঙ্গ পরিবেশন করে। বিদ্যালয়ের সম্পাদক তরুণ গড়াই বলেন অন্যান্য বছরের মতো এবারও কবিগুরুর জন্মদিন সাড়ম্বরে পালিত হলো। পাশাপাশি আজ সন্ধ্যায় দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রম পরিচালিত সত্যানন্দ সুরভারতীর পক্ষ থেকে কবি প্রণামের আয়োজন করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ,সত্যানন্দ সুরভারতীর শিক্ষক দুর্গাচরণ ঘোষসহ অন্যান্যরা।সুরভারতীর ছাত্র-ছাত্রীরা সঙ্গীত, নৃত্য, আবৃত্তি পরিবেশনর মাধ্যমে কবিকে শ্রদ্ধা নিবেদন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *