নৃত্য-গীত-কথা-কবিতায় রবীন্দ্র স্মরণ

দীপককুমার দাসঃ

রবিবার সন্ধ্যায় সিউড়ির রবীন্দ্র সদনে বীরভূম অনুভবে টুলটুল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ও গুরুকূল পরম্পরা নৃত্যাঙ্গন বিদ্যানিকেতনের আয়োজনে নৃত্য-গীত-কবিতায়-কথায় রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করা হলো।”তোমায় নমি হে” নামাঙ্কিত এই অনুষ্ঠানে চন্দ্রাবলী ঘোষালের নৃত্য পরিচালনায় রবীন্দ্র ভাবাদর্শে রবীন্দ্র ভাব নৃত্যে অংশগ্রহণ করে নৃত্যশিল্পীরা। অনুষ্ঠানের শুরুতেই রবীন্দ্র সদনের অঙ্গণে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে ও পুস্পার্ঘ্য নিবেদন করেন বিশিষ্ট অতিথিরা। এরপর গুরুকূল পরম্পরা নৃত্যাঙ্গন বিদ্যানিকেতনের প্রয়াত প্রতিষ্ঠাতা টুলটুল আহমেদের ছবিতেও পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। রবীন্দ্র নৃত্যে মনিপুরী নাচের প্রভাব বিষয়ে আলোচনা করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ভবনের অধ্যাপক ডঃ সুমিত বসু ও রবীন্দ্র সঙ্গীত শিল্পী তথা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ভবনের প্রাক্তন অধ্যাপক মলয় শংকর চট্টোপাধ্যায়। এরপর মূল মঞ্চে পরিবেশিত হয় ঋতুরঙ্গ। কথা, কবিতা, নৃত্য ও গীতের সম্বন্বয়ে ঋতুরঙ্গ আলাদা মাত্রা এনে দেয় এদিনের অনুষ্ঠানে। এই সংস্থার কর্ণধার চন্দ্রাবলী ঘোষালের নির্দেশনায় ঋতুরঙ্গে অংশ নেন বিশিষ্ট বাচিক শিল্পী অতনু বর্মণ, সঙ্গীত শিল্পী কাকলি দাস ও মৈনাক কুন্ডু, নাট্যব্যক্তিত্ব রজ কুমার সাহা ও মুকুল সিদ্দিকী সহ এই সংস্থার প্রায় ৫৫জন নৃত্যশিল্পী। নৃত্য প্রশিক্ষিকা চন্দ্রাবলী ঘোষাল বলেন, ২৫ বৈশাখকে আবাহন জানিয়ে এই অনুষ্ঠান। এটি একটি গবেষণা লব্ধ কাজ। শান্তিনিকেতন আশ্রম নৃত্য ধারায় এবং রবীন্দ্র ভাবাদর্শে রবীন্দ্র ভাব নৃত্যে এদিনের অনুষ্ঠান পরিবেশিত হলো। বিশিষ্ট ব্যাক্তিত্বদের পাশাপাশি এই সংস্থার নৃত্যশিল্পীরা অনুষ্ঠানে অংশ নেন। এদিন বহু সংস্কৃতিপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন সিউড়ির রবীন্দ্র সদনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *