শম্ভুনাথ সেনঃ
তৃণমূলের নব জোয়ার যাত্রায় আজ ৯ মে ৩ দিনের জন্য বীরভূম সফরে এলেন দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় । যাত্রার ১৫ তম দিনে বীরভূমের মুরারইতে তাঁকে স্বাগত জানান জেলা তৃণমূল নেতৃত্ব৷ উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, রামপুরহাটের বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ ড.আশিষ বন্দ্যোপাধ্যায়, দুই সাংসদ শতাব্দী রায়, অসিত মাল, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী সহ দলের অন্যান্য নেতৃত্বরা ৷ পুষ্পস্তবক দিয়ে তাকে স্বাগত জানানো হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে নলহাটি বাসস্ট্যান্ডে কবিগুরুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ অনুব্রতহীন বীরভূমে এই প্রথম একগুচ্ছ কর্মসূচি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিন দিনের বীরভূম সফর। এদিন মুরারই এর জনসভায় বক্তব্য রাখতে গিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহাকে কেন গ্রেপ্তার করা হবে না এমন প্রশ্ন তোলেন তিনি। অনুব্রত মেয়ে সুকন্যা মণ্ডল এর সম্পত্তি বেড়েছে বলে সে যদি গ্রেপ্তার হতে পারে তাহলে অমিত সাহার ছেলের ৮০ হাজার গুণ সম্পদ বেড়েছে তাকেও গ্রেপ্তার করতে হবে জনসমক্ষে তিনি এমনটাই দাবি তোলেন।আজ প্রথম দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরে পঞ্চায়েতের প্রার্থী নির্বাচনের ভোটাভুটি নিয়ে ব্যপক অশান্তি হয়। ব্যালট বক্স নিয়ে পালানোর চেষ্টা করে তৃণমূলেরই একটা গ্রুপ। পুলিশের সামনেই দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতিও শুরু হয়ে যায়। পরে অশান্তি সামাল দেয় পুলিশ।