সেখ রিয়াজুদ্দিনঃ
সম্প্রতি বীরভূম জেলার মারগ্রাম থানার মারগ্রাম হাসপাতাল মোড়ে বোমার আঘাতে স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান ভুট্টো সেখ এর ভাই লাল্টু সেখ এবং তার সহযোগী নিউটন সেখ দুস্কৃতকারীদের ছোড়া বোমার আঘাতে গুরুতরভাবে জখম হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন রামপুরহাট হাসপাতালে নিয়ে গেলে নিউটন সেখ কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরদিন কোলকাতা এস এস কে এমে লাল্টু সেখ মারা যায়। নিহতদের পরিবারের পক্ষ থেকে সেদিন অভিযোগ করা হয় যে যারা খুন করেছে তারা একবার তৃনমূলে ছিল পরে বিজেপি হয়ে কংগ্রেস দলে যোগ দেয়।সেই খুনের ঘটনার জেরে বদলি হতে হয় জেলা পুলিশ সুপারকে। তৃণমূলের জোড়া কর্মী খুনের তিন মাস অতিক্রম হয়ে যাওয়ার পরেও ঘটনার সঙ্গে জড়িত থাকা ৮ জন আসামিকে এখনো পর্যন্ত গ্রেফতার করা যায়নি। উল্লেখ্য পুর নগর মন্ত্রী ফিরহাদ হাকিম ঐ এলাকায় দলীয় কর্মসূচিতে এসে খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরার জন্য পুলিশকে সময় বেঁধে দেন জনসভার বক্তব্য থেকে। এখন পর্যন্ত খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের কোনো সন্ধান না পাওয়ায় শেষ পর্যন্ত কোর্ট থেকে নোটিশ জারি করেন। তাই গতকালই কোর্টের নির্দেশে ফেরার ব্যক্তিদের নামে গ্রেফতারের নোটিস জারি করা হয়। সেই মতো মাড়গ্রাম থানার পুলিশের আধিকারিকরা, মাড়গ্রামের বিভিন্ন জায়গায় এই নোটিশ টাঙিয়ে দেয় গতকাল রাতে বলে পুলিশ সূত্রে খবর।