দীপককুমার দাসঃ
শনিবার সন্ধ্যায় সিউড়ির দক্ষিণ তিলপাড়া দূর্গা মন্দিরে অলোক নৃত্য কলার উদ্যোগে আয়োজন করা হয়েছিল ভারতীয় শাস্ত্রীয় কত্থক নৃত্যের অনুষ্ঠান-ঘুংরু এর। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তাল, লয়, ছন্দের খেলায় শুরু হয় গুরু বন্দনা। জাগো অরুণ ভৈরব গানের সঙ্গে নৃত্য দিয়েই নৃত্যানুষ্ঠানের সূচনা হয়। দক্ষিণ তিলপাড়া দূর্গা মন্দিরের সিঁড়ির ধাপে ধাপে নৃত্যশিল্পীরা অনবদ্য নৃত্যশৈলী পরিবেশন করেন। তাল, বাদ্যে, নূপুরের ছন্দে,শরীরী বিভঙ্গে। কত্থক নৃত্যের তাল ছন্দে শুদ্ধানৃত্য, বৃন্দাবনী, ত্রিতাল, তারানা, ভাও, সুদোশ ভজন, অষ্টপদী মুগ্ধ করে উপস্হিত দর্শকদের। এই সংস্থার কর্ণধার অলোক ঘোষ দস্তিদারের নৃত্য পরিচালনায় একেক করে মোট ১৪টি নৃত্য পরিবেশন করেন অলোক নৃত্য কলার প্রায় ৭০জন নৃত্য শিল্পী। মন্দিরের সিঁড়ির ধাপে ধাপে রঙিন আলোয়, ঋজু দেহভঙ্গি, পায়ের অনবদ্য সঞ্চালন এদিনের কত্থক নৃত্যানুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে। এদিন এই অনুষ্ঠান দেখতে অনেক দর্শক উপস্থিত ছিলেন অনুষ্ঠানস্থলে।