ভোকাল মিউজিক ও কাব্যগীতিতে সর্ব্বভারতীয় স্তরে সাফল্য স্বামী ও স্ত্রীর

দীপককুমার দাসঃ

বঙ্গীয় সঙ্গীত পরিষদ থেকে এবছর স্বর্ণপদক পেলেন স্বামী ও স্ত্রী। স্বামী নবকুমার সূত্রধর স্বর্ণপদক পেলেন কাব্যগীতির পঞ্চম বর্ষে উল্লেখযোগ্য কৃতিত্বের জন্য। আর তার স্ত্রী কনিকা সূত্রধর স্বর্ণপদক পেলেন ভোকাল মিউজিকে অষ্টম বর্ষে সাফল্যের জন্য। তাদের বাড়ি মহঃ বাজার পঞ্চায়েতের লোহাবাজার। নবকুমার সূত্রধর কঙ্কনা কলা কেন্দ্রম নামে বঙ্গীয় পরিষদ অনুমোদিত একটি সঙ্গীত শিক্ষাকেন্দ্রের কর্ণধার। এই প্রতিষ্ঠানের আরেক ছাত্র ধনঞ্জয় দাস আর্ট ও ক্রাফটে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক পেয়েছেন। আজ বোলপুর টাউন লাইব্রেরী হলে তাদের হাতে পদক ও নগদ অর্থ তুলে দেন বঙ্গীয় সঙ্গীত পরিষদ কর্তৃপক্ষ। কনিকা সূত্রধর ও নবকুমার সূত্রধরের হাতে রবিবার স্বর্ন পদক ও ২০০০ করে নগদ তুলে দেওয়া হয়। আর ধনঞ্জয় দাসের হাতে পদক ও ১০০০টাকা নগদ তুলে দেওয়া হয়। তাদের এই সাফল্যে খুশি কঙ্কনা কলা কেন্দ্রম এর শিক্ষার্থী, প্রতিবেশী ও পরিবার পরিজনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *