রোদ বৃষ্টিকে উপেক্ষা করে সিউড়িতে বনদফতরের অফিসে লম্বা লাইন

মেহের সেখঃ

সম্প্রতি কলকাতা হাইকোর্টে অনিয়মের অভিযোগে বনদফতরের চুক্তি ভিত্তিক পদে ২০০০ চাকরি বাতিল হয়ে যাওয়ার পর গত ১৯ তারিখ বনদফতরের পক্ষ থেকে সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে সাতটি কর্মদিবস আবেদনের সময়সীমা দিয়ে রাজ্যের জেলা দপ্তরে আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। কেউ চাইলে পোস্টের মাধ্যমে কিংবা ক্যুরিয়ারের মাধ্যমেও আবেদনপত্র জমা করতে পারেন। যদিও জেলার বনদফতর গুলোতে হাতে হাতে ফর্ম জমা দেওয়ার জন্য প্রতিদিন রোদ-বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার বেকার ছেলেমেয়ে সেখানে জড়ো হচ্ছেন, লাইনে দাঁড়াচ্ছেন। সিউড়িতে বনদফতরের অফিসেও প্রতিদিন জেলার হাজার হাজার শিক্ষিত বেকার ছেলেমেয়েরা বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য লাইন দিচ্ছেন। নিজেদের মধ্যে হুড়োহুড়িতে কখনো সখনো জুতো জোড়াও ছিঁড়ে যাচ্ছে তাঁদের। অগত্যা খালি পায়ে বাড়ি ফিরছেন কেউ কেউ। বনদফতরের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে এম. এ (বি. এড), পি. এইচ. ডি করা ছেলেমেয়েরাও বনদফতরের সামান্য বেতনের চাকরির জন্য আবেদন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *