নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ
সাঁইথিয়া পৌরসভার অধীনে জীববৈচিত্র্য পরিচালন সমিতি কাজ করে চলেছে এক দশকের বেশি। এই কমিটির সদস্যরা শহরে জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি শহরে বৃক্ষরোপণ এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে বিভিন্ন সময় জীববৈচিত্র্য বিষয়ে আলোচনাসভা ও প্রশ্নোত্তর প্রতিযোগিতার আয়োজন করে থাকেন। প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ সহ বৃক্ষচারা বিতরণের কাজ করে চলেছে। অতি সম্প্রতি শহরের ১৫ নম্বর ওয়ার্ডে জলট্যাঙ্কের কাছে গড়ে তুলেছে ভেষজ উদ্ভিদ উদ্যান ও প্রজাপতি সংরক্ষণ স্থল। পুরপিতা বিপ্লব দত্তের সহযোগিতায় এই ভেষজ উদ্যান গড়ে উঠেছে। পুরসভার জীববৈচিত্র্য পরিচালন সমিতির চেয়ারম্যান বিজয়কুমার দাস ও সম্পাদক কল্যাণ ব্যানার্জী জানিয়েছেন, প্রায় দেড় কাঠা জায়গার ওপরে এই ভেষজ উদ্যান গড়ে উঠেছে। জানা গেছে, এই উদ্যানে ৫০ প্রজাতির উদ্ভিদ আছে।তার মধ্যে ৩৫ প্রজাতির ভেষজ উদ্ভিদ আছে। এবারেও বিশ্ব পরিবেশ দিবসে এই ভেষজ উদ্যান বিষয়ে সব শ্রেণির মানুষকে অবহিত করার জন্য সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজনের কথা ভাবা হচ্ছে বলে কমিটির সদস্যরা জানিয়েছেন।