কয়লা বোঝায় ডাম্পারের ধাক্কায় মৃত ছাত্রের পরিবারকে চাকরিতে যোগদান

সেখ রিয়াজুদ্দিনঃ

লোকপুর থানার গঙ্গারামচক কয়লাখনি থেকে কয়লা বোঝায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় ১৬ বছর বয়সী স্থানীয় মাদ্রাসায় দশম শ্রেণীতে পাঠরত নওপাড়া গ্রামের সেখ সুমন। পিডিসিএল এর গাড়ি আটকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় গ্রামবাসীরা। এর পরিপ্রেক্ষিতে খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন অধিকারী, লোকপুর থানার ওসি, পিডিসিএল এর প্রতিনিধি সহ গ্রামবাসীদের মধ্যস্ততায় মৃতের পরিবারকে চাকরি ও সৎকর্ম করার জন্য নগদ টাকার বিনিময়ে রফা হয়। আলোচনার সাথে সাথে ২৩ মে মৃতের পরিবারকে চাকরিতে যোগদান করানো হয়। গঙ্গারামচক কয়লা উত্তোলন সংস্থায় মৃতের পরিবারের পক্ষ থেকে তার বড় ছেলেকে অর্থাৎ শেখ হীরক আলীকে জয়েন করালেন কর্তৃপক্ষ। যোগদান করানোর সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবী তথা নাকড়াকোন্দা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সেখ লুতফুর রহমান সহৎনওপাড়া তৃণমূল কংগ্রেসের স্থানীয় কর্মীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *