তীর্থকুমার পৈতণ্ডীঃ
পশ্চিম বীরভূমের ঝাড়খণ্ড সীমান্তে মহঃবাজার থানার বৈদ্যনাথপুর গ্রাম। গ্রাম থেকে বেশ কিছুটা দূরে দুই রাজ্যের সীমানায় নতুনডিহি গ্রাম। এখানেই বৈদ্যনাথপুর প্রান্তিক উচ্চবিদ্যালয়। এ বছর এই বিদ্যালয় থেকেই উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৯০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে বৃষ্টি সিংহ। স্বভাবতই খুশি বৃষ্টি নিজে, তার আত্মীয় পরিজন এবং বৈদ্যনাথপুর গ্রামের মানুষজন। বৃষ্টির ঠাকরদাদা স্বর্গীয় গঙ্গাধর সিংহ এই বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। বছর চারেক আগে মারা গেছে বাবা দেবব্রত সিংহ। বাড়িতে মা প্রিয়া সিংহ আর সাত বছরের বোন অম্বা সিংহ। পদে পদে বাধা তবু নিজের জেদ তাকে এই সাফল্য এনে দিয়েছে। ভবিষ্যতে বৃষ্টি নার্স হতে চায়। তার প্রাপ্ত নম্বর বাংলা-৮৮, ইংরাজী-৯২, ভূগোল-৯৪, সংস্কৃত-৮৪, দর্শন- ৯২। উল্লেখ্য, গত বছর এই বিদ্যালয় থেকেই ৯২ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছিল গ্রামেরই শ্রেয়া সিংহ। নয়াপ্রজন্ম পত্রিকার পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা থাকলো ওদের জন্য।