শম্ভুনাথ সেনঃ
আগামী প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা এবং কুসংস্কার মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে দুবরাজপুর বিজ্ঞান কেন্দ্রের আয়োজনে আজ ২৮ মে দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠে একদিনের গ্রীষ্মকালীন বিজ্ঞান শিবির অনুষ্ঠিত হয়। এদিন এই বিজ্ঞান শিবিরের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট বিজ্ঞানী দুবরাজপুর ব্লকের কুখুটিয়া গ্রামের ভূমিপুত্র ড. বিশ্বজিৎ রুজ। উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, পুরপ্রধান পীযূষ পান্ডে, বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজ, স্থানীয় চিকিৎসক শ্যামাপ্রসাদ মিশ্র প্রমুখ। এদিনের এই শিবিরের মূল শ্লোগান ছিল “কৌতুহলী হও, প্রশ্ন কর, যুক্তি খোঁজো”! বহু বিশিষ্ট বিজ্ঞান সচেতন মানুষজনদের উপস্থিতিতে হাতে-কলমে বিজ্ঞান বিষয়ক একটি সচেতনতামূলক অনুষ্ঠানে স্থানীয় ১১ টি স্কুলের ৬৯ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। উদ্বোধক ড. বিশ্বজিৎ রুজ বিজ্ঞানের নানা কথা তুলে ধরেন। কুসংস্কার মুক্ত সমাজ গড়তে ছাত্র যুবদের আরও বেশী করে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এ দিনের এই আলোচনায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বীরভূম জেলা শাখার সম্পাদক তথা রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য বিজ্ঞানী ডঃ দেবাশীষ পাল, রাজ্য কমিটির সদস্য শিক্ষক শুভাশিস গড়াঁই, রাজ্য কাউন্সিল এর সদস্য মধুসূদন মন্ডল, বিজ্ঞানকর্মী শিক্ষক জীবন কুমার সরকার, তন্ময় দে, প্রভাত মন্ডল প্রমুখ বিজ্ঞান কর্মীরা।