“অরুন সেন মেমোরিয়াল ফাউন্ডেশনের” ব্যবস্থাপনায় বীরভূমের সিউড়ী বিদ্যাসাগর কলেজে পুরস্কার বিতরণী উৎসব

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের সিউড়ী বিদ্যাসাগর কলেজের সূচনা পর্বের অন্যতম প্রধান রূপকার ছিলেন অধ্যক্ষ অরুণ কুমার সেন। তাঁরই স্মৃতি বিজড়িত অরুণ সেন মেমোরিয়াল ফাউন্ডেশনের পরিচালনায় ২৬-২৭ মে বীরভূমের সিউড়ী বিদ্যাসাগর কলেজে অনুষ্ঠিত হলো (২০১৮-২০২২) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ পরীক্ষা নিয়ামক কৃষ্ণেন্দু মজুমদার, এনসিসি কমান্ডিং অফিসার কর্নেল পি এস রায়ার, জেলা সমাহর্তা বিধান রায় প্রমুখ। দুদিনের এই উৎসবের মুখকথা পরিবেশন করেন ফাউন্ডেশনের সভাপতি তথা কলেজের অধ্যক্ষ ডঃ তপন কুমার পরিচ্ছা। এদিন বীরভূম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ পার্থসারথি মুখোপাধ্যায়, বিদ্যাসাগর কলেজের প্রাক্তন অধ্যক্ষ তথা প্রাক্তনী ডঃ লক্ষ্মীনারায়ন মন্ডল সহ বহু বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখক তথা এই কলেজের প্রাক্তনী পুষ্পিত মুখোপাধ্যায়কে অনুষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সংক্ষিপ্ত বক্তব্যের পর কৃতী ছাত্র-ছাত্রী দের হাতে পুরস্কার তুলে দেন জেলা সমাহর্তা বিধান রায় সহ বিশিষ্ট গৌরবময় অতিথিরা। এন.সি.সির আধিকারিক তথা কলেজের অধ্যাপক ড. হেমন্ত সাহার নেতৃত্বে এনসিসি ছাত্র-ছাত্রীরা অভ্যাগতদের গার্ড অফ অনার প্রদান করা হয়। দুদিনের এই অনুষ্ঠানে অংশ নেন প্রাক্তন ও বর্তমান অধ্যাপক অধ্যাপিকা সহ কলেজের ছাত্র ছাত্রীবৃন্দ। পড়াশোনা ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে মোট ৮৯ টি পুরস্কার প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের নানা তথ্য ও পরিসংখ্যান তুলে ধরেন ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. কৌশিক কুমার দত্ত। সঞ্চালনায় ছিলেন গ্রন্থাগারিক তথা সাংস্কৃতিক কর্মী সুশান্ত রাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *