দিশারী সাংস্কৃতিক চক্র এবং লাভপুর অতুলশিব ক্লাবের যৌথ উদ্যোগে তারাশঙ্কর কথা অনুষ্ঠানের আয়োজন

মেহের সেখঃ

২৮ মে রবিবার লাভপুর অতুলশিব ক্লাবে দিশারী সাংস্কৃতিক চক্র এবং লাভপুর অতুলশিব ক্লাবের যৌথ উদ্যোগে বিকেল ৪ টে থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রতি মাসে তারাশঙ্কর কথা নামক অনুষ্ঠানের দশম পর্বের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই সকলে শ্রদ্ধা নিবেদন করেন সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও কাজী নজরুল ইসলামের প্রতি। উক্ত অনুষ্ঠানে লাভপুরে নজরুল প্রসঙ্গে মনোজ্ঞ আলোচনা করেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভাতুষ্পুত্র বাসুদেব বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে সাহিত্য কর্মী বিকাশ রায় গ্রাম, গ্রামের চিঠি ও তারাশঙ্কর বিষয়ে খুব সুন্দর আলোচনা করেন। প্রসঙ্গত উল্লেখ্য নজরুল লাভপুর এসে ফুল্লরা মন্দিরের ঘাটে বসে যে গানটি গেয়েছিলেন সেই ‘শ্মশানে জাগিছে শ্যামা’ গানটি পরিবেশন করেন সংস্কৃতি কর্মী সৈয়দ আবসার হোসেন। গল্পপাঠে অংশ নিয়েছিলেন বিশ্বজিৎ রায় এবং সঙ্গীত পরিবেশন করেন সুব্রত মুখোপাধ্যায় ও পর্জন্য বন্দ্যোপাধ্যায় ও বাঁশিতে নজরুল গীতির সুর শোনান ইরসাদ সেখ। এছাড়াও তবলায় ছিলেন নীলাঞ্জন সিংহ, মলয় সরকার ও সমীর দাস বৈরাগ্য। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী হরিপ্রসাদ সরকার, নাট্যকার ও অভিনেতা মহাদেব দত্ত, সাহিত্য কর্মী জ্ঞানেন্দ্র মোহন ঘোষ, সুনীল পাল, ড. প্রভাকর বন্দ্যোপাধ্যায়, জগন্ময় মিশ্র, অমরেন্দ্র দত্ত, সাজাদআলী খান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দিশারী সাংস্কৃতিক চক্রের কর্ণধার পার্থ প্রদীপ সিংহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *