মেহের সেখঃ
২৮ মে রবিবার বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত আসামের শিলচরে অধ্যাপক ড. আলাউদ্দিন মণ্ডলের বাসভবনে শতক্রুতু এবং ঈশান সাহিত্য পত্রিকার যৌথ উদ্যোগে ‘বর্তমান সময়ে নজরুলের প্রাসঙ্গিকতা’ বিষয়ে নজরুল-স্মরণের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. তপোধীর ভট্টাচার্য। অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সুজিত কুমার পাল, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তপন মণ্ডল, বিশিষ্ট চিকিৎসক এবং সাহিত্যপ্রেমী ড. এস কে নন্দী পুরকায়স্থ, বিশিষ্ট কথাসাহিত্যিক মিথিলেশ ভট্টাচার্য, কবি অমিতাভ সেনগুপ্ত প্রমুখ। অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশনে এবং যন্ত্র অনুষঙ্গে ছিলেন অধ্যাপক পিন্টু সাহা মীনাক্ষী মণ্ডল, নীলাক্ষ চৌধুরী, শ্রুতিতীর্থ ভট্টাচার্য, মধুমিতা দেব, সুমন হাসান, সুরজিৎ প্রামাণিক প্রমুখ। অনুষ্ঠানে নজরুলের কবিতা আবৃত্তি করে বিদ্রোহী কবিকে স্মরণ করেন অমিত শিকিদার। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক ড. আলাউদ্দিন মণ্ডল। সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ভাবে সঞ্চালনা করেন অমিত শিকিদার।