শম্ভুনাথ সেনঃ
বীরভূমের সিউড়ী বিদ্যাসাগর কলেজের NCC বিভাগ এবং 15 BENGAL ব্যাটেলিয়ান NCC এর যৌথ উদ্যোগে সিউড়ী বিদ্যাসাগর কলেজে ৩০ মে “বিশ্ব পরিবেশ সপ্তাহ” উদযাপনের সূচনা হল। আগামী ৫ জুন “বিশ্ব পরিবেশ দিবস” নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হবে। কলেজের ছাত্র-ছাত্রীদের পদযাত্রার মধ্য দিয়ে ৩০ মে এই সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। শিবিরে উপস্থিত ছিলেন 15 Bengal ব্যাটালিয়নের commanding officer কর্ণেল P.S Rair, সিউড়ী বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ ডঃ তপন কুমার পরিচ্ছা, অধ্যাপক সন্দীপন চ্যাটার্জি, শিক্ষক বেণীমাধব দে, সিউড়ী বিদ্যাসাগর কলেজের NCC বিভাগের ANO Lt. ড.হেমন্ত সাহা প্রমুখ। এদিন বৃক্ষ রোপন ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়। কলেজের NCC বিভাগের ANO Lt.(Dr) হেমন্ত সাহা ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে Seed bank তৈরী করার বার্তা দেন। বছরভর বিভিন্ন ফলের বীজগুলি এক জায়গায় রেখে বর্ষার সময়ে তা রোপণ করলে সেই গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করবে বলে তিনি জানান। অধ্যক্ষ তপন কুমার পরিচ্ছা উপস্থিত সকল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে পরিবেশ সম্পর্ককে সজাগ ও সচেতনতার বার্তা দেন। প্লাস্টিক ব্যবহার সম্পর্কেও তিনি সচেতন করেন। শিবিরের শেষে প্রত্যেকে একটি করে চারা গাছ বাড়িতে লাগানোর জন্য দেওয়া হয়। সেই সঙ্গে এদিন কলেজ প্রাঙ্গণের ফাঁকা জায়গায় বৃক্ষ রোপণ করা হয়। এই কর্মসূচি চলবে আগামী ৫ জুন পর্যন্ত।