আত্মজ থিয়েটার ফেস্টিভ্যাল সাঁইথিয়ায়

নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ

সাঁইথিয়া রবীন্দ্র ভবনে সিউড়ির আত্মজ ২০২২ সালের জুন মাস থেকে সাঁইথিয়া আসরনাট্যম এর সহযোগিতায় শুরু করেছিল প্রতি মাসের থিয়েটার। এই উদ্যোগের শেষ দুটি পর্যায় অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির আর্থিক সহায়তায় আত্মজ থিয়েটার ফেস্টিভ্যাল হিসেবে। প্রথম পর্যায়ে পরিবেশিত হয় বেহালা অনুদর্শী পরিবেশিত “কাদম্বরী” নাটক এবং থিয়েটার পুষ্পক পরিবেশিত “আর্বোরিয়াল” নাটক। উপস্থিত ছিলেন দুই নাটকের নির্দেশক ও অভিনেত্রী সুমনা চক্রবর্তী ও আলোকপর্ণা গুহ। এই ফেস্টিভ্যালের শেষ পর্যায়ও পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির আর্থিক সহায়তায় অনুষ্ঠিত হল সাঁইথিয়া রবীন্দ্র ভবনেই। এই পর্যায়ে সাঁইথিয়া আসরনাট্যম পরিবেশন করল দুটি নাটক। প্রথমে পরিবেশিত হল সাধারণ রঙ্গালয়ের ১৫০ বছরকে মনে রেখে অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত “নানা রঙের দিন” নাটক। পরে পরিবেশিত হয় সুব্রত নাগ রচিত “ডিরেকটর” নাটক। নাটকের শেষে আত্মজ কর্ণধার মুকুল সিদ্দিকি এই সন্ধ্যার দুটি নাটকের নির্দেশক বিজয়কুমার দাসের হাতে তুলে দিলেন সম্মান স্মারক। একই সঙ্গে সাঁইথিয়া আসরনাট্যম নাট্যদলের হাতেও তুলে দেওয়া হয় সম্মান স্মারক। মুকুল সিদ্দিকি জানালেন, পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি আর্থিক সহায়তা করার জন্যেই এই ফেস্টিভ্যাল করা সম্ভব হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *