সেখ রিয়াজুদ্দিনঃ
দিল্লির যন্তর মন্তরে অবস্থানরত কুস্তিগীরদের উপর যৌন নির্যাতনে এবং পুলিশি সন্ত্রাসের প্রতিবাদে দেশজুড়ে চলছে বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ধিক্কার মিছিল, প্রতিবাদ সভা। অনুরূপ ৩০ মে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির (এপিডিআর) বোলপুর-শান্তিনিকেতন শাখার উদ্যোগে বোলপুর বিশ্বভারতী প্রথম গেট সংলগ্ন তথা স্টেট ব্যাংকের সামনে একটি ধিক্কার সভার আয়োজন করা হয়। সভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন বক্তারা। এদিন বক্তব্যের মাধ্যমে বলেন যে সমস্ত খেলোয়াড় বা কুস্তিগীররা দেশের জন্য, দেশের সম্মানার্থে বিদেশ সহ বিভিন্ন জায়গা থেকে পুরস্কার ছিনিয়ে দেশের মান সম্মান রক্ষা করে থাকে অথচ তাদেরই আজ মান সম্মান নিয়ে টানাটানি। বিজেপির সাংসদ ব্রিজভুষন এর বিরুদ্ধে অভিযোগ ওঠে, এজন্য তার সাংসদ পদ খারিজ সহ উপযুক্ত শাস্তির দাবি তোলা হয় এদিন ধিক্কার সভা থেকে। এত কান্ড দেখেও না দেখার ভান করে রয়েছেন প্রধানমন্ত্রী। একপ্রকার অভিযুক্তকেই প্রশ্রয় দিয়ে চলেছেন তিনি। এদিন রবীন্দ্র সংগীতের প্রতিবাদী গানের মাধ্যমে বিশ্বভারতীর ছাত্র-ছাত্রীরা প্রতিবাদে সমোচ্চারিত কন্ঠে আওয়াজ তোলেন। ধিক্কার সভায় বক্তব্য রাখেন এপিডিআর তথা গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির বোলপুর শান্তিনিকেতন শাখার সম্পাদক শৈলেন মিশ্র সহ বিশ্বভারতীর অন্যান্য ছাত্রছাত্রীগণ।