নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ
আলোর দিশা প্রকাশনী থেকে প্রকাশিত মেহের সেখের লেখা ”লাভপুরের কালীমন্দির ও তারাশঙ্কর” নামে কলেবরে ছোট্ট একটি বই আজকে প্রকাশ করলেন সাহিত্য কর্মী এবং রাজ্য পুলিশের সি আই ডি দপ্তরে কর্মরত বিন্দাস ভার্গব। মেহের সেখ বইটি প্রকাশ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন সাহিত্য কর্মী বিন্দাস ভার্গব এবং আলোর দিশা প্রকাশনীর কর্ণধার সোমা বিশ্বাসকে। বইটিতে লাভপুরের কয়েকটি কালীমন্দিরের সাথে সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবনে এবং সাহিত্য ক্ষেত্রে সম্পর্কের দিকগুলি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বইটি উৎসর্গ করা হয়েছে অধ্যাপক ড. পার্থসারথি মুখোপাধ্যায়, সাংবাদিক অর্ঘ্য ঘোষ, অধ্যাপিকা ড. সঙ্গীতা সান্যাল, অধ্যাপক ড. সম্পদকুমার ভট্টাচার্যকে।