স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন, রাজনগরে

সেখ রিয়াজুদ্দিনঃ

আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। সরকারি বেসরকারি ভাবে নানা সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হচ্ছে। অনুরূপ নেটজ্ বাংলাদেশ এর অর্থায়নে ও ডেভেলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন এন্ড সার্ভিসেস সেন্টার (DRCSC) নামক স্বেচ্ছাসেবী সংস্থার ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করেন। রাজনগর ব্লক এলাকার রাজনগর, তাতিপাড়া ও গাংমুড়ি-জয়পুর অঞ্চলের প্রায় দুই শতাধিক স্বনির্ভর দলের সদস্যদের নিয়ে বিভিন্ন ধরনের সচেতনতা মূলক শ্লোগান সম্বলিত প্লেকার্ড, ব্যানার ইত্যাদি সহযোগে স্থানীয় রাজনগর বাজার, বাসষ্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় পদযাত্রা বের হয়। সেইসাথে প্লাস্টিক দূষণের সমাধান সংক্রান্ত লিফলেট পথচলতি মানুষজনের মধ্যে বিলি করা হয়। পদযাত্রা শেষে সংগঠনের শাখা অফিসে পরিবেশ দিবসের তাৎপর্যতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন পদযাত্রার মাধ্যমে যে সমস্ত কথাগুলি শ্লোগানের মাধ্যমে তুলে ধরা হয় যেমন- একটি গাছ, হাজার প্রাণ। ঘরে ঘরে সবজি বাগান, বারো মাসেই পুষ্টির যোগান। প্রতিত জমিতে বনসৃজন, কমাতে পারে বিশ্ব উষ্ণায়ন।গাছ আনছে বৃষ্টি, রক্ষা পাচ্ছে সৃষ্টি। সবুজ সবুজ সবুজ চাই, সবুজ নিয়ে বাঁচতে চাই। বছর বছর বন্যা খরা, গাছ লাগাবো সবাই মোরা। শীতে শীত নেই, বর্ষায় নেই বৃষ্টি-বিশ্ব উষ্ণায়নের ফলে এ কি অনাসৃষ্টি। উপস্থিত ছিলেন সংগঠনের শাখা ম্যানেজার কাকন রুজ, মাঠ কর্মী গৌরাঙ্গ দাস, চন্দন রায়, সৌমিত্র সিংহ, চন্ডীচরন মন্ডল, কার্তিক দাস সহ সংগঠনের সাথে যুক্ত স্বনির্ভর দলের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *