সেখ রিয়াজুদ্দিনঃ
৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের বিশেষ মূহুর্তে জল জীবন মিশন ইমপ্লিমেন্টেশন সাপোর্টিং এজেন্সি টিমের উদ্যোগে খয়রাশোল ব্লকের বড়রা বাসষ্ট্যান্ড এলাকায় বিভিন্ন ধরনের সচেতনতা মূলক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হয়। স্থানীয় বড়রা গ্রাম এলাকার মধ্যে বিভিন্ন ধরনের সচেতনতা মূলক শ্লোগান সম্বলিত প্লেকার্ড সহযোগে একটি শোভাযাত্রা বের হয়।এছাড়াও বাঊল গানের মাধ্যমে পানীয় জল ও প্লাস্টিক বর্জন সম্পর্কে এলাকাবাসীর মধ্যে সচেতনতার বার্তা দেওয়া হয়। পাশাপাশি ছোটো ছোটো কচিকাঁচা দের নিয়ে অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। বড়রা পঞ্চায়েতের ভেক্টর কন্ট্রোল টিমের সদস্যরাও আজ প্লাস্টিক সাফাই অভিযানের মাধ্যমে দিনটি উদযাপন করে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়রা গ্রাম পঞ্চায়েত সদস্য শেখ দিপু, স্থানীয় পঞ্চায়েত এলাকার স্বাস্থ্য কর্মী, আশা কর্মী, ভিআরপি, জল জীবন মিশনের ইমপ্লিমেন্টেশন সাপোর্টিং এজেন্সির কর্মী সহ স্থানীয় মানুষজন। একান্ত সাক্ষাৎকারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানালেন জল জীবন মিশনের ইমপ্লিমেন্টেশন সাপোর্টিং এজেন্সির ব্লক প্রোজেক্ট ম্যানেজার সেখ আব্বাস উদ্দিন।