
শম্ভুনাথ সেনঃ
করমণ্ডল এক্সপ্রেস রেল দুর্ঘটনায় বীরভূমের যাত্রীর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪। দুবরাজপুর ব্লকের অন্তগর্ত পলাশবন গ্রামের বাসিন্দা রীতা বাগদীর ৪ জুন মৃতদেহ গ্রামে ফিরেছে। স্বামী স্বাধীন বাগদী এখবর জানান। আজ ৫ জুন মুরারই বিধানসভার পাইকরের ৩ ব্যক্তির মৃত্যুর খবর এসে পৌঁছেছে। গ্রাম জুড়ে নেমেছে শোকের ছায়া। শোকাহত পরিবার বর্গের পাশে দাঁড়িয়েছেন মুরারই বিধানসভার বিধায়ক ডাঃ মোশারফ হোসেন। তাদের দেহ বাড়িতে আনার চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন। মন্ত্রী সহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা আজ এই পরিবারবর্গের সঙ্গে দেখা করেন। মৃতদের নাম রাকিবুল রফিকুল সেখ, সান্টু সেখ। এদিকে বোলপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা মৃত সান্টু সেখের বিবাহযোগ্য কন্যার বিয়ের দায়ভার নিচ্ছেন বলে তিনি সাংবাদিকদের জানান। করমন্ডল এক্সপ্রেস রেল দুর্ঘটনায় বীরভূম জুড়েও শোকের ছায়া নেমে এসেছে ।
ছবি ও ভিডিও : দীপু মিঞা মুরারই :বীরভূম