১৫ বেঙ্গল ব্যাটেলিয়নের এনসিসি বিভাগের উদ্যোগে জেলার কলেজগুলিতে “বিশ্ব পরিবেশ দিবস” উদযাপন

শম্ভুনাথ সেনঃ

৫ জুন “বিশ্ব পরিবেশ দিবস”। বীরভূমেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। এদিকে ক’দিন ধরে এই অসহ্য গরমে নাজেহাল রাঙামাটির মানুষ। সরকারিভাবে জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। এরই মাঝে পরিবেশ বাঁচানোর অঙ্গীকার নিয়ে 15 BENGAL BATTALION NCC বিভাগ জেলার বিভিন্ন কলেজে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল “বিশ্ব পরিবেশ সপ্তাহ”। আজ বিশ্ব পরিবেশ দিবসে জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলার সিউড়ি বিদ্যাসাগর কলেজ, রামপুরহাট কলেজ, নলহাটি হীরালাল ভকত কলেজ, হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ, সাঁইথিয়া অভেদানন্দ মহাবিদ্যালয় ও খয়রাশোলের শৈলজানন্দ ফাল্গুনী মহাবিদ্যালয়ের ফিফটিন বেঙ্গল ব্যাটেলিয়ানের এন সি সি ছাত্র-ছাত্রীরা নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে। এবারের ২০২৩ এর বিশ্ব পরিবেশ দিবসের মূল থিম “প্লাস্টিক দূষণ পরাভূত করা”। পদযাত্রা, আলোচনা সভা, পথনাটিকা বৃক্ষরোপণ এবং নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিবেশ বাঁচানোর শপথ নেওয়া হয়। উল্লেখ্য, ইদানিং কালে জলে, স্থলে, অন্তরীক্ষে সর্বত্রই দূষণ। দিন দিন কমে যাচ্ছে গাছের সংখ্যা। দূষিত হচ্ছে জল-বাতাস। বদলে যাচ্ছে জলবায়ুর পরিস্থিতি। তৈরি হচ্ছে পরিবেশ সংকট। পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পেতে শুধু মাত্র গাছ লাগালেই হবে না গাছকে বাঁচিয়ে রাখতে হবে। এমন শপথ নিয়েই সিউড়ি বিদ্যাসাগর কলেজের এনসিসি বিভাগের কমান্ডিং অফিসার পি.এস রায়ার সাহেবের নেতৃত্বে কলেজের অধ্যাপক তথা লেফটেন্যান্ট ডঃ হেমন্ত সাহা, হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের অধ্যাপক তথা মেজর ডঃ রিন্টু কুমার বিশ্বাস ও অন্যান্য অধ্যাপকদের পরিচালনায় এনসিসি বিভাগের ছাত্র-ছাত্রীরা বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে জেলা বাসীর নজর কেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *