শম্ভুনাথ সেনঃ
“একশ দিনের কাজে এরাজ্যে ব্যপক দুর্নীতি হয়েছে,–তদন্ত চলছে”৷ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই প্রকল্পের ফাণ্ড বন্ধ থাকবে। বীরভূমের বোলপুরে এসে আজ একথা বলেন কেন্দ্রীয় পঞ্চায়েতরাজ রাষ্ট্রমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল। উল্লেখ্য, ১০০ দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে, বার বার এই অভিযোগ তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন আসন্ন। আর তার আগে বিজেপি মোদী সরকারের ৯ বছর পূর্তিতে উন্নয়ন সূচী নিয়ে বোলপুরে আসেন কেন্দ্রীয় পঞ্চায়েতরাজ প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল। তিনি সাংবাদিক বৈঠকে বলেন, “পঞ্চায়েতের কোনো ফাণ্ড বন্ধ হয়নি ৷ ১০০ দিনের কাজে এ রাজ্যে গড়মিল হয়েছে। তার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুরোনো ফাণ্ড বন্ধ থাকবে৷ যদি নতুন কাজের চাহিদা থাকে সেটা আবেদন করুক।” অর্থাৎ, কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা আপাতত এ রাজ্যকে দেবে না তারই ইঙ্গিত দেন কেন্দ্রীয় মন্ত্রী৷ তবে এরাজ্যে মোদি সরকারের ৯ বছরের উন্নয়নের নিরিখেই ভোট চাইবে বিজেপি। একথা মন্ত্রী এদিন স্পষ্ট জানিয়ে দেন।