সেখ রিয়াজুদ্দিনঃ
জেলা জুড়ে বামফ্রন্ট ও কংগ্রেসের যৌথ উদ্যোগে থানায় থানায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয় গত এক মাস যাবত। অনুরূপ আজ মঙ্গলবার সিউড়িতে জেলা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। আসন্ন পঞ্চায়েত ভোটের আগে বোমা গুলি ও অস্ত্র উদ্ধার করার দাবিতেই মূলত এক মাস যাবত জেলার বিভিন্ন থানা এলাকায় ডেপুটেশন প্রদান করা হয়েছে বামফ্রন্ট ও কংগ্রেসের পক্ষ থেকে। সেই দাবিগুলোই আজকে ফের জেলা পুলিশ সুপারের সামনে স্মারকলিপি আকারে দেওয়া হয়। এর আগে সিউড়ি চাঁদমারি ময়দান থেকে দলীয় পতাকা সহ বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে এসপি অফিসের সামনে জমায়েত হয়। এদিন আবার সেই দাবি গুলোকেই সামনে তুলে ধরা হয়। যেমন অবাধ ও শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন সুনিশ্চিত করতে হবে। পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করত হবে। অবিলম্বে সমস্ত মজুদ বোমা ও বেআইনী আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে হবে–এই সমস্ত দাবীর পরিপ্রেক্ষিতেই আজকের এই বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি বলে দলীয় সূত্রে জানা যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএমের বীরভূম জেলা সম্পাদক গৌতম ঘোষ আজকের বিক্ষোভ মিছিল ও পুলিশ সুপারের নিকট বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন সম্পর্কে বিস্তারিত জানালেন।