সেখ রিয়াজুদ্দিনঃ
আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল সমূহ ঘর গোছাতে ব্যতিব্যস্ত। রাজনৈতিক মোকাবিলার পাশাপাশি পুলিশের নিরপেক্ষ ভূমিকা পালন নিয়ে শাসক বিরোধী সমস্ত রাজনৈতিক দলের ক্ষোভ প্রকাশ পাচ্ছে দৈনন্দিন। উল্লেখ্য মঙ্গলবার বামফ্রন্ট কংগ্রেস জোটের পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ মিছিল এবং ডেপুটেশন প্রদান করা হয়। সেখানে বিক্ষোভকারীদের অভিযোগ যে কোনো কোনো থানার ওসি সরাসরি শাসকদলের হয়ে মাতব্বরি করছে। সেই রূপ বেশ কিছু দাবিকে সামনে রেখে বুধবার লোকপুর থানায় ডেপুটেশন প্রদান করা হয় বামফ্রন্ট ও নকশালদের পক্ষ থেকে। এদিন ডেপুটেশন প্রদানের পূর্বে দলীয় পতাকা ব্যানার সহযোগে লোকপুর বাজার, বাসষ্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় শোভাযাত্রা পরিক্রমা করে স্থানীয় থানার সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। দাবি সমুহের মধ্যে ছিল–পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। মিথ্যা মামলা দেওয়া যাবে না। বেআইনি অস্ত্র উদ্ধার করা এবং অবৈধ বালি, কয়লা পাচার বন্ধ সহ অন্যান্য দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম বীরভূম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সঞ্জীব বর্মন ও শীতল বাউরি, ফরোয়ার্ড ব্লকের প্রাক্তন বিধায়ক বিজয় বাগ্দী, সিপিআই এমএল লিবারেশন খয়রাসোল লোকাল কমিটির সভাপতি সাত্তার খান এছাড়াও ছিলেন সমীর রায়, শ্যামাপদ বাউরি, মানিক গোস্বামী প্রমুখ নেতৃত্ব।