উত্তম মণ্ডলঃ
জেলা বীরভূমের প্রান্তিক অঞ্চল রাজনগর ব্লকের কানমোড়া গ্রামে বিশ্বের সবচেয়ে দামি মিয়াজাকি আম ফলিয়ে সকলকে তাক লাগালেন এক ব্যক্তি, প্রতিটি আম বিক্রি হচ্ছে ১০হাজার টাকা দরে। বিশ্বের সবচেয়ে দামি এবং বিরল প্রজাতির এই মিয়াজাকি আম গাছে ফলিয়ে সকলকে তাক লাগালেন রাজনগরের ভবানীপুর অঞ্চলের কানমোড়া গ্রামের মান্নান খান নামে এক ব্যক্তি। বছর চারেক আগে কলকাতার একটি এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে ১০-১২টি মিয়াজাকি আম গাছের চারা আনিয়েছিলেন ওই ব্যক্তি। এর মধ্যে চারটি গাছ এখনো পর্যন্ত বেঁচে আছে এবং এ বছরই এই গাছগুলিতে প্রথম ফলেছে বিশ্বের সবচেয়ে দামি আম মিয়াজাকি। আন্তর্জাতিক বাজারে এই আম কিলো প্রতি দুই লক্ষ ৭০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে বলে জানা যায়। স্বভাবতই রাজনগরের মত এক প্রত্যন্ত গ্রামে এই মীয়াজাকি আমের ফলনে শুধু রাজনগর নয় সারা জেলা জুড়ে হইচই পড়ে গেছে। এই আমের প্রচার জেলা, রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যের মানুষের কাছে পৌঁছে গেছে। কলকাতা, লখনৌও এমন কি আসাম থেকেও অনেকে মান্নান খানের কাছে এই মিয়াজাকি আম পেতে বুকিং করেছেন এবং ইতিমধ্যেই এক একটি আম দশ হাজার টাকা দরে তিনি বিক্রি করছেন বলে জানিয়েছেন মান্নান খান। সেই সঙ্গে এই দামি আম পাহারাও দিতে হচ্ছে তাঁকে।