মেহের সেখঃ
১১ জুন রবিবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে কলকাতার মিত্র ইনস্টিটিউশন (মেইনে) জেলা স্তরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীদের নিয়ে রাজ্য স্তরে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে মূলত ছাত্র ছাত্রীদের সৃজনশীলতা বৃদ্ধির লক্ষে কবিতা আবৃত্তি, প্রবন্ধ রচনা, অঙ্কন, শর্ট ফিল্ম, ফটো ইত্যাদি বিভিন্ন বিভাগে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় অঙ্কনে ছোটদের বিভাগে লাভপুরের ছোটগোগা গ্রামের তপন দাস ও কৃষ্ণা দাসের কন্যা তমন্না দাস রাজ্যস্তরে অঙ্কন বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করলো। তমন্না দাস লাভপুরের বড়গোগা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। তমন্না দাস এর আগে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের আমোদপুরে আঞ্চলিক স্তরে এবং সিউড়িতে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছিল। তমন্না দাসের দ্বিতীয় স্থান প্রাপ্তিতে তমন্নার অভিভাবক অভিভাবিকা, স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে লাভপুর বিজ্ঞান সভার সম্পাদক ড. পরিমল চট্টোপাধ্যায় সহ লাভপুরের সকলেই খুবই খুশি হয়েছেন।