সেখ রিয়াজুদ্দিনঃ
পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষিত হয়েছে আগামী ৮ জুলাই। ইতিমধ্যে নির্বাচন কমিশন ঘোষিত সার্কুলার মোতাবেক গত ৯ জুন থেকে নমিনেশন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এদিকে বিভিন্ন দলের অন্দরে প্রার্থী বাছাই সহ বিভিন্ন কারণে দেখা গেছে চাপা গুঞ্জন দলবদলের। সেই রূপ পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন শুরু হতেই তৃণমূল কংগ্রেসে দেখা দেয় ভাঙন। ১১ জুন রবিবার বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভার দক্ষিণগ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান চারমাস আগে দলীয় নির্দেশ মোতাবেক অপসারিত বর্তমানে সদস্যা শিউলি দে সহ বেশ কিছু তৃণমূল কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয় বলে বিজেপির দলীয় সূত্রে খবর। এছাড়া বিধানসভার নির্বাচনের পর যে সব বিজেপি কর্মী দল ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগ দিয়েছিলেন তাদের মধ্যে অধিকাংশ তৃণমূল ছেড়ে আবার বিজেপির সঙ্গে যোগ দিলো। এদিন দক্ষিণগ্রাম পঞ্চায়েতের বেগুনিয়া বিজেপির দলীয় কার্যালয়ে তৃণমূল ছেড়ে প্রায় তিন শতাধিক কর্মী সমর্থক বিজেপিতে যোগ দেয়। সদ্য তৃণমূল ছেড়ে আসা কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপির কনভেনার অর্জুন সাহা।