শম্ভুনাথ সেনঃ
রক্তদান মানে পরোক্ষে জীবন দান। বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি সত্ত্বেও এখনো কারখানায় রক্ত উৎপাদন করা যায়নি। তাই একটি মুমূর্ষু মানুষের জীবন বাঁচে আরেকটি মানুষের রক্তদানে। সেজন্যই মানুষ যাতে রক্তদানে এগিয়ে আসে সেই বার্তা নিয়ে পথ হাঁটছে দিল্লীর এক যুবক কিরণ বর্মা। রক্তদানে উৎসাহ দিতে ২০২১ এর ডিসেম্বরে কেরালার ত্রিবান্দ্রম থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন এই যুবক। এই দেড় বছরে ইতিমধ্যে প্রায় ১৩ হাজার ৪০০ কিমি পথ হেঁটে অনেকগুলি রাজ্যে বার্তা দিয়ে এরাজ্যের কলকাতায় পৌঁছেছেন কদিন আগেই। গত ৯ জুন এসে পৌঁছান বীরভূমের সদর শহর সিউড়ীতে। এদিন তিনি বীরভূমের জেলা সমাহর্তার সঙ্গেও সাক্ষাৎ করেন। তুলে ধরেন তাঁর যাত্রাপথের উদ্দেশ্য। ভারতের প্রতিটি রাজ্যে পায়ে হেঁটে কিরণ বর্মা মোট ২১,০০০ কিমি পাড়ি দেবে বলে তিনি সাংবাদিকদের জানান। তবে এখনো তাঁর পথ চলা অনেকটাই বাকি!