
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মুরারই স্টেশনে ১৩ জুন দুপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে এক যুবকের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হাওড়া- রাধিকাপুর চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দু নম্বর প্লাটফর্মে পড়ে যায় যুবকটি। উল্লেখ্য, মুরারই স্টেশনে এই ট্রেনটির স্টপেজ ছিল না। তা সত্ত্বেও চলন্ত ট্রেনে নামতে গিয়ে এই বিপত্তি ঘটে। প্রথমে তার পরিচয় জানা যায়নি। পরে আরপিএফ ও রেল আধিকারিকদের সূত্রে খবর, তার পকেটে বর্ধমান থেকে মুরারই টিকিট পাওয়া গেছে। ওই যুবকের নাম সিসফুল সেখ। বয়স ২০ বছর। তার বাড়ি বীরভূমের পাইকর থানার আড়াইল গ্রাম। রেল কর্তৃপক্ষ এদিন এই যুবকের মৃতদেহ উদ্ধার করে। পরে রামপুরহাট গভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
ছবি ও ভিডিওঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম।