সন্তোষ পালঃ
দুবরাজপুর ব্লকের দশটি পঞ্চায়েতের ১৬৩টি গ্রাম পঞ্চায়েতের, ৩০টি পঞ্চায়েত সমিতি ও ৩টি জেলা পরিষদের সবকটি আসনে আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তৃণমূল কংগ্রেস সবকটি আসনে মনোনয়নপত্র জমা দিল। উল্লেখ্য যিনি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছিলেন সেই বালিজুড়ি পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শিবঠাকুর মন্ডলের স্ত্রী লিপিকা মন্ডল তৃণমূল কংগ্রেসের হয়ে মনোনয়নপত্র জমা দিলেন। অনুব্রত কাণ্ডে সাসপেন্ডে রয়েছেন শিব ঠাকুর মন্ডল। আজ বালিজুড়ি পঞ্চায়েতের বনকাটি সংসদের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা করলেন লিপিকা মণ্ডল। বিগত কয়েকদিনে বিরোধী ও নির্দল প্রার্থীরাও প্রায় সবকটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি জানান দিদির উন্নয়ন যজ্ঞে সামিল হতে ও মানুষের জন্য কাজ করার উদ্দেশ্যে ভোটে দাঁড়িয়েছেন।