
সেখ রিয়াজুদ্দিনঃ
আগামী ৮ জুলাই অনুষ্ঠিত হবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। গত ৯ জুন থেকে শুরু হয়েছে মনোনয়ন দাখিলের কাজ। আজ ১৫ জুন ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন। জেলার অন্যান্য ব্লক এলাকায় মনোনয়ন দাখিল ঘিরে ঝামেলা অশান্তির চিত্র দেখা গেলেও খয়রাশোল ব্লকের গত নির্বাচনের থেকে এবারের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। শাসক থেকে বিরোধীরা সমস্ত দলের পক্ষ থেকে নির্বিঘ্নেই এবং উৎসবের মেজাজে মনোনয়ন দাখিলের কাজ সম্পন্ন হয় বৃহস্পতিবার। উল্লেখ্য প্রথম চারদিন তৃণমূল কংগ্রেস কোনো মনোনয়ন দাখিল করতে না পারলেও বিরোধী দল গুলি কিন্তু আগে ভাগেই অনেকাংশেই মনোনয়ন জমা করে ফেলেন। গতকাল অর্থাৎ ১৪ জুন পর্যন্ত মনোনয়ন জমার নিরিখে ব্লক সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী জানা যায় যে খয়রাসোল ব্লক এলাকায় গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ১৩৭, পঞ্চায়েত সমিতির ২৯ ও জেলা পরিষদের ৩ টি আসন রয়েছে। যার মধ্যে মনোনয়ন দাখিলের চিত্র অনুযায়ী জানা যায় গ্রাম পঞ্চায়েতের জন্য ৩৮০ জন এবং পঞ্চায়েত সমিতির জন্য ৮৭ জন মনোনয়ন জমা করেছেন। তৃণমূল, সিপিআইএম ও বিজেপি দলের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে দেওয়া সাক্ষাৎকারে প্রত্যেকেই ভোটে জেতার ব্যাপারে আশাবাদী। পরস্পরের দোষত্রুটি এবং নিজেদের কাজের কথা উল্লেখ করে ভোট চাইবেন বলে জানান।